আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ নভেম্বর, ২০১৮

অত্যাধুনিক নতুন অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

সর্বাধুনিক প্রযুক্তির নতুন একটি যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উন ওই পরীক্ষা কার্যক্রম পরিদর্শনও করেছেন, উত্তরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি। অস্ত্রটির খুঁটিনাটি না জানালেও কেসিএনএ বলছে, এটি অনেকদিন আগেই মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়া নতুন এ অত্যাধুনিক অস্ত্রের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের মন্তব্য জানা যায়নি। চলতি বছরের শুরুর দিকেই উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কর্মসূচি স্থগিত করেছিল। ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিক থেকেই দুই কোরিয়ার সম্পর্কে উষ্ণতা ফিরতে শুরু করে। যার ধারাবাহিকতায় জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করারও ঘোষণা দেন। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আলোচনায় স্থবিরতা লক্ষ করা যাচ্ছে। ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় আরেকটি শীর্ষ বৈঠক আয়োজনের বিষয়ে চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা থাকলেও সেটি হয়নি বলে জানিয়েছে বিবিসি।

সিঙ্গাপুরের বৈঠকের পর উত্তর কোরিয়া তাদের একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে এ ধরনের আরো কেন্দ্র ভেঙে ফেলারও ইঙ্গিত দিয়েছে তারা। জুনের ওই ঐতিহাসিক বৈঠকের পর উত্তর কোরিয়া ও তাদের নেতাকে নিয়ে মার্কিন কর্মকর্তাদের প্রশংসা শোনা গেলেও ওয়াশিংটন আগের নিষেধাজ্ঞাগুলো বহালই রেখেছে। পিয়ংইয়ং গোপনে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাজ চালাচ্ছে বলেও চলতি মাসে ওয়াশিংটন ডিসিভিত্তিক একটি থিংকট্যাংক অভিযোগ করেছে। ওই গোপন ঘাঁটিগুলোর মধ্যে ১৩টিকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি তাদের।

সিউল ও ওয়াশিংটন জানিয়েছে, তারা ওই ঘাঁটিগুলোর বিষয়ে আগে থেকেই জ্ঞাত। এগুলোকে ট্রাম্প-কিম চুক্তির বরখেলাপ হিসেবে দেখা হচ্ছে না বলেও ইঙ্গিত তাদের। একাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্সে উচ্চপ্রযুক্তির একটি নতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন কিম জং উন। উচ্চ-প্রযুক্তিসম্পন্ন ওই নতুন অস্ত্রটির পরীক্ষাটি সফল হয়েছে, জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

নতুন এ অস্ত্র উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ‘দুর্ভেদ্য’ করে তুলবে ও সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেবে, পরিদর্শন শেষে কিম এমনটা বলেছেন বলেও জানিয়েছে এ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এক বছর আগে ২০১৭ সালের নভেম্বরে হোয়াসং-১৫ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সময় এর উৎক্ষেপণ কেন্দ্রে ছিলেন কিম। এরপর এটাই তার কোনো অস্ত্র পরিদর্শনের আনুষ্ঠানিক খবর, বলছে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়। নতুন এ ‘অত্যাধুনিক অস্ত্র’ ক্ষেপণাস্ত্র বা বড় কোনো মারণাস্ত্র না হয়ে সাধারণ কোনো অস্ত্র হতে পারে বলেও ধারণা তাদের। ক্ষেপণাস্ত্রের বেলায় উত্তর কোরিয়া সাধারণত ‘কৌশলগত অস্ত্র’ পরিভাষাটি ব্যবহার করে, এবার কেসিএনএর ভাষ্যে তা ছিল না, বলছে দক্ষিণের এ পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close