আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জুন, ২০১৮

নিরাপদ সড়কের দেশ নরওয়ে

বিশ্বের মধ্যে নরওয়ের সড়ক সবচেয়ে নিরাপদ। কারণ সেখানে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম। দেশটির সর্বাধিক প্রচারিত দৈনিক আফটেনপোস্টেনে বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে।

যেখানে গত চার বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে মাত্র তিন শতাংশ। ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সেফ্টি কাউন্সিলের (ইটিএসসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইইউ বা ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (ইএসটিএ) ভুক্ত কোনো দেশেই ২০১০ সালের পর এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনার হার উল্লেখযোগ্য ভাবে কমেনি। আফটেনপোস্টেনের প্রতিবেদন অনুযায়ী, ‘নরওয়ে এরই মধ্যে গ্রাফের নিচে এবং এখনো দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। এখন বিশ্বের মধ্যে নরওয়েতে সড়কে মৃত্যুর হার সবচেয়ে কম।’

গত বছর নরওয়েতে সড়ক দুর্ঘটনায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। যা গড়ে প্রতি ১০ লাখে ২০ জন। সুইডেনেও সড়ক দুর্ঘটনার হার কম। সেখানে প্রতি ১০ লাখে গড়ে ২৫ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে এই হার ২৭। অথচ ফ্রান্সে এই হার ৫৩। ইইউ’তে গড়ে ৫০। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৫ সালের প্ররিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি ১০ লাখে সড়ক দুর্ঘটনায় গড়ে ১৭৪ জনের মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist