আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ জুন, ২০১৮

জি-সেভেনের অর্থমন্ত্রীদের বৈঠকে বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্র

নতুন বাণিজ্য কর ঘোষণা করার পর কানাডায় বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি-সেভেনের অর্থমন্ত্রীদের বৈঠকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লো মাইরির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

লো মাইরি বলেন, তিনি এমনুচিনকে বলবেন, ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যুক্তরাষ্ট্রের কর আরোপ করার সিদ্ধান্ত ‘আইনত অগ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে অন্যায্য ও অর্থনৈতিকভাবে ভয়ংকর।’ তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা জি-সিক্স একসঙ্গে চললেও যুক্তরাষ্ট্র একাই সবার বিরুদ্ধে চলছে। এতে অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও মেক্সিকোর কাছ থেকে ইস্পাত আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ কর আরোপ করবে। মাসজুড়ে কার্যকর ছাড় দেওয়ার বিষয়টি শেষ করে দেশটি এ ঘোষণা দেয়। লো মাইরি বলেন, আমাদের সবার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে আগের অবস্থানে ফিরিয়ে আনা। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের করারোপকে বৈধতা দেওয়ার জন্য কোনো সমঝোতা বিতর্কেই যেতে চাচ্ছে না। ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এভাবে কর আরোপের ঘোষণায় ইউরোপীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। লো মাইরি বলেন, তিনি এমনুচিনকে কয়েকটি নির্দিষ্ট ফরাসি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist