আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ মার্চ, ২০১৮

‘মহাকাশ বাহিনী’ গঠন করবেন ট্রাম্প!

কয়েক দশক আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ‘স্টার ওয়ারস’ বা মহাকাশযুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। সে অনুযায়ী মহাকাশে সামরিক উপগ্রহও স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া-চীনও এ পথেই হেঁটেছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার মহাকাশযুদ্ধের জন্য বিশেষ একটি বাহিনী গড়ের তোলার ইচ্ছার কথা জানিয়েছেন। গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গত মঙ্গলবার স্যান ডিয়েগোতে এক অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প তার এমন সামরিক উচ্চাভিলাষের কথা জানান। ‘যুক্তরাষ্ট্র মহাকাশে সংঘটিত হবে এমন যেকোনো যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবে’-কয়েক সপ্তাহ আগে বলেছিলেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার। এবার তার কথারই প্রতিধ্বনি শোনা গেল স্বয়ং ট্রাম্পের কণ্ঠে, ‘এমন একদিন আসবে যেদিন ‘মহাকাশ বাহিনী’ নামে আমাদের সশস্ত্র বাহিনীর আলাদা একটি শাখা থাকবে।’

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘মহাকাশ নিয়ে আমার নতুন কৌশল হচ্ছে, জল, স্থল এবং আকাশের মতো মহাকাশও আমাদের কাছে এক যুদ্ধক্ষেত্র। তাই সেখানে যুদ্ধ করার জন্য মহাকাশ বাহিনী নামেও আমাদের একটি আলাদা বাহিনী থাকবে।’ ট্রাম্প আরো বলেন, ‘বিষয়টি নিয়ে প্রথমে আমি ততটা সিরিয়াস ছিলাম না। পরে ভেবে দেখলাম, কী চমৎকার ধারণা! হয়তো আমাদের তা গঠন করতে হবে। সেটা ঘটতেও পারে। আর সেটা হবে এক বড় ব্রেকিং স্টোরি।’ ট্রাম্পের ভাষণের আগে ভাইস পেসিডেন্ট মাইক পেন্সও বলেন, যুক্তরাষ্ট্র পৃথিবীতে যেমন সর্বময় কর্তৃত্বের অধিকারী, মহাকাশেও তাতে তা-ই হয়ে উঠতে হবে। তবে এর পেন্টাগন এবং মার্কিন বিমান বাহিনীর প্রতিনিধিরা এই ধারণার বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানিয়ে রেখেছিলেন। তাদের মতে, এটা করে বর্তমান সামরিক সক্ষমতায় খুব একটা হেরফের হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist