আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০১৮

২৬৫ মেয়েকে যৌন হেনস্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসার ২৬৫ জন নারী অ্যাথলেটকে যৌন হামলা করেছেন। নারী অ্যাথলেটদের ব্যাপকভাবে যৌন হয়রানি করার অভিযোগে ৫৪ বছর বয়সী ল্যারি নাসার এখন বিচারের কাঠগড়ায়। যৌন হামলার অভিযোগ তুলে ১৬০ জন নারী মি. নাসারের বিরুদ্ধে ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন। নাসারকে এরইমধ্যে আদালত ৪০ থেকে ১৭৫ বছর পর্যন্ত কারাদ- দিয়েছেন। এ ছাড়া শিশু যৌনতার ছবি সংরক্ষণ এবং জিমন্যাস্টদের হয়রানি করার অভিযোগে ইতোমধ্যেই অবশ্য ল্যারি নাসারের ৬০ বছরের কারদ- হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। এখন তার যে বিচার চলছে সেখানে মূল অভিযোগ হচ্ছে, মিশিগানের একটি জিমন্যাস্টিকস ক্লাবে তিনি রোগীদের যৌন হয়রানি করেছেন। মিশিগান ইউনিভার্সিটির সাবেক চিকিৎসক ল্যারি নাসার গত নভেম্বর মাসে চলমান কিছু মামলার শুনানির সময় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তার কাছে যারা যৌন হেনস্থার শিকার হয়েছেন, তাদের মধ্যে ১৩ থেকে ১৬ বছর বয়সীরাও রয়েছে। ল্যারি নাসারের হাতে যৌন হেনস্থার শিকার হওয়া ২৬৫ নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে আদালত জানিয়েছেন। নাসারের এই বিচার ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগেরমাধ্যমে সরাসরি প্রচার করা হচ্ছে। তার হাতে যৌন হয়রানির শিকার নারীরা যাতে এ শুনানিতে সাক্ষ্য দিতে পারে সেজন্যই এ আয়োজন। ১৭ বছর বয়সী জেসিকা টমাসশো আদালতকে বলেছেন, ‘আমার বয়স যখন নয় বছর তখন সে প্রথমবারের মতো আমার ওপর যৌন হামলা চালিয়েছিল।’ তিনি অভিযোগ করেন, ‘ল্যারি নাসার তার নিজের লালসা চরিতার্থ করার জন্য এ ধরনের কাজ করত।’ তিনি ল্যারি নাসারকে সবচেয়ে খারাপ ধরনের অপরাধী হিসেবে বর্ণনা করেন। টমাসশোর বড় বোনের ওপরও ল্যারি নাসার যৌন হামলা চালিয়েছিল। এখন চলমান অভিযোগের শুনানি শেষ হলে ল্যারি নাসেরের আরো ২৫ থেকে ৪০ পর্যন্ত কারাদ- যোগ হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist