আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০১৮

নারীদের জন্য আলাদা বাজার চালুর পরিকল্পনা সৌদির

নারীদের কেনাকাটার জন্য আলাদাভাবে বাজার চালুর পরিকল্পনা করছে সৌদি আরব। আগামী হিজরি বছরে সেই পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছার কথা জানিয়েছেন দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন-বিষয়ক মন্ত্রী ড. আলি আল ঘাফিস। গত সোমবার তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, সেসব দোকানে পারফিউম, জুতা, ব্যাগ এবং তৈরি জিনিস বিক্রি করা হবে। বিয়ের সামগ্রী থেকে শুরু নারীদের প্রয়োজনীয় অন্যান্য জিনিসও সেখানে পাওয়া যাবে।

তবে ওষুধের দোকানেও কসমেটিকসের জিনিস পাওয়া যাবে। সে ক্ষেত্রে নারী দোকানি থাকতে হবে। এ ছাড়া প্রবাসীদের জন্য ১২টি স্থান নিষিদ্ধ করছে সৌদি। নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির দোকানে কাজ করা, চশমার দোকান, ওষুধের দোকান, ইলেকট্রনিকসের দোকান, গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকান, ভবন নির্মাণসামগ্রীর দোকান, কার্পেট বিক্রির দোকান, মোবাইলের দোকান, আসবাবপত্রের দোকান এবং পোশাক কারখানায় কাজ করা যাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist