আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০১৮

তৃতীয় পক্ষে আপত্তি দিল্লির

কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে চায় না জাতিসংঘ

ভারত ও পাকিস্তান দু’পক্ষই রাজি না হলে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করবে না জাতিসংঘ। এ দিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার পথে না গেলেও অন্য বকেয়া বিষয়গুলো সমাধান করতে দুই দেশকে আহ্বান জানিয়েছেন তিনি। ভারত ও পাকিস্তানের সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা জুড়ে গত ১০ দিন ধরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বারবার সংঘর্ষবিরোধী চুক্তি ভঙ্গ করছে ইসলামাবাদ।

জবাব দিচ্ছে ভারতও। এর জেরে শুধু নিরাপত্তাবাহিনীর সদস্যরাই নয়, মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। সীমান্ত জুড়ে এই উত্তেজনা নিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে প্রশ্ন করা হয়। তিনি বলেন, গত ১০ দিন ধরে সেখানে যা হচ্ছে, আমরা তার দিকে নজর রাখছি। গোটা ব্যাপারটাই আমরা জানি। এই সংকট কাটাতে জাতিসংঘের মহাসচিব উদ্যোগী হচ্ছেন না কেন, সাংবাদিকরা দুজারিকের কাছে সে কথা জানতে চান। মুখপাত্রের জবাব, নীতিগতভাবে গুতেরেসের দফতর মধ্যস্থতা করার ব্যাপারে রাজি আছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এর সঙ্গে জুড়ে থাকা সব পক্ষ জাতিসংঘের মধ্যস্থতাকে স্বীকার করছে, ততক্ষণ এটা সম্ভব নয়। তবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্পষ্ট করে দেন, সংঘাতে জড়িয়ে থাকা পক্ষগুলিকে সামলাতে জাতিসংঘের মধ্যস্থতার প্রশ্নে তিনি নীতিগত অবস্থানের কথাই জানাচ্ছেন। বিশেষ কোনো ঘটনা কিংবা বিষয়কে সামনে রেখে কোনো কথা বলছেন না। তার মন্তব্য, যেকোনো বিষয়েই যদি একাধিক পক্ষ জড়িয়ে থাকে, তা হলে জাতিসংঘের মধ্যস্থতা করার প্রশ্নে সবাইকে একমত হতে হবে।

কাশ্মীর নিয়ে টানাপড়েনের মধ্যে বিভিন্ন সময়ে জাতিসংঘের মধ্যস্থতা চেয়ে এসেছে ইসলামাবাদ। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘের প্রতিনিধি দলকে কাশ্মীরে পাঠানোরও দাবি করে এসেছে তারা। কিন্তু ভারত বারবারই জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনো উদ্যোগ মেনে নেবে না দিল্লি। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এ ব্যাপারে তৃতীয় পক্ষেই মধ্যস্থতার প্রয়োজন নেই। নানা সময়ে মার্কিন প্রশাসনের তরফে আসা এমন প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে নয়াদিল্লি। ফলে আজ জাতিসংঘের এই অবস্থান নয়াদিল্লিকে শক্ত জমিতে দাঁড় করিয়ে দিল।

তবে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা না চাইলেও পাকিস্তান যেভাবে কাশ্মীর তথা গোটা ভারতে সন্ত্রাস ছড়াতে চাইছে, সে বিষয়ে জাতিসংঘে সব সময়েই সরব নয়াদিল্লি। বিশেষ করে পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসা মাসুদ আজহারের মতো জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আখ্যা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এ ব্যাপারে মার্কিন প্রশাসন পুরোপুরিভাবে নয়াদিল্লির পাশে দাঁড়ালেও ইসলামাবাদকে খোলাখুলি ভাবে সমর্থন দিয়ে চলেছে বেজিং। ভারতের সব চেষ্টায় জল ঢেলে দিতে উদ্যোগী হয়েছে চিনফিংয়ের দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist