আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৮

৬ দিনের একটানা ঘুম!

এ যেন এক ভুতুড়ে গ্রাম। একবার ঘুমিয়ে পড়লে, সেই ঘুম ভাঙে ছয় দিন পরে। অথচ চার বছর আগেও এমনটা ছিল না। বরং স্বাভাবিকই ছিল কাজাখস্তানের এই কালাচি গ্রামের জনজীবন। কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে ৩০০ মাইল দূরের এই গ্রামে ঘুমের এই ভুতুড়ে ঘটনার কথা জানা যায় ২০১৩ সাল থেকে। যে ছয় দিন এই গ্রামের বাসিন্দারা ঘুমান, সেই ছয় দিনে ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনো জৈবিক চাহিদাও পূরণ করেন না তারা। ঘুম ভাঙার পরে নাকি তাদের কিছুই মনে থাকে না। তবে গ্রামের সবাই যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন, এমনটা নয়। মূলত শিশুরাই এই ঘুমের কবলে পড়ে। বাদ যান না কয়েকজন প্রাপ্তবয়স্কও।

গ্রামে থাকেন ৬৮০ জন বাসিন্দা। তার মধ্যে এই বিচিত্র ঘুমের কবলে পড়েছেন ১৪১ জন। ঘুম থেকে ওঠার পরে এরা মাথাব্যথা, বমিভাব ও দৃষ্টিবিভ্রমেরও শিকার হন। যেমন বাসিন্দা ভেরা কোলেসনিচেনকো বলেছেন, ‘আমার মেয়ে ছয় দিন ঘুমিয়ে উঠে আমাকে প্রশ্ন করেছিল, মা তোমার তিনটি চোখ কেন?’ কিন্তু কেন এমন হচ্ছে?’ ভয়ের চোটে গ্রাম থেকে মেয়েকে নিয়ে পালান ভেরা। গ্রামের কাছেই একটি ইউরেনিয়ামের খনি আছে। বিজ্ঞানীরা মনে করছেন, ওই খনি থেকে তেজস্ক্রিয়তার কারণেই এমনটা ঘটছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist