অলিউজ্জামান রুবেল, চাঁপাইনবাবগঞ্জ

  ১৯ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা নির্বাচনে বিএনপি

কেন্দ্রীয়ভাবে বর্জনের ঘোষণা দিলেও চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপি নেতারা। এদের কেউ কেউ তৃণমূল নেতাকর্মীদের চাপে প্রার্থী হয়েছেন বলে দাবি করেছেন। আবার কেউ কেউ বলছেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। বিএনপি থেকে নতুন ঘোষণাও আসতে পারে।

গত সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরদিন গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন বর্জনের তথ্য জানিয়ে দেন। তবে দল থেকে বর্জনের সিদ্ধান্ত নেওয়ার আগেই চাঁপাইনবাবগঞ্জের বিএনপি নেতারা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। গত বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে। উপজেলাগুলো হলো- নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট। এর মধ্যে ভোলাহাট ও গোমস্তাপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপির চার নেতা। ভোলাহাট উপজেলায় প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক মোহাম্মদ বাবর আলী, উপজেলা বিএনপির আরেক অংশের আহ্বায়ক মোহা. ইয়াজদানী আলীম আল রাজী (জর্জ) ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। গোমস্তাপুর উপজেলায় প্রার্থী হয়েছেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আলীম।

ভোলাহাটে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কায়সার আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসা. শাহনাজ খাতুন, বিএনপি নেত্রী মোসা, রেশমাতুল আরশ রেখা। নাচোলে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতা দুরুল হোদা। ভোলাহাটের চেয়ারম্যান প্রার্থী বাবর আলী দাবি করেন, তৃণমূল নেতাকর্মীদের চাপেই তিনি প্রার্থী হয়েছেন। বিএনপি নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। তারা স্থানীয় সরকারে বিএনপির শক্তিশালী অবস্থান দেখতে চায়। একই উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থী বিএনপি নেতা ইয়াজদানী আলীম বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কেন্দ্রীয়ভাবে বর্জনের সিদ্ধান্ত হলেও আমি মনোনয়নপত্র দাখিল করেছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার জন্যই মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে বিএনপি থেকে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলেও দাবি করেছেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জানান, কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও বিএনপি নেতাদের মনোনয়নপত্র দাখিল দলীয় সিদ্ধান্তের লঙ্ঘন। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগির জেলা বিএনপির নেতারা বৈঠকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close