নিজস্ব প্রতিবেদক

  ২৯ জানুয়ারি, ২০২৪

গ্রামের সমস্যা দূরীকরণে নতুন নতুন ধারণা খুঁজে বের করতে হবে

- স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামের মানুষকে সংগঠিত করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে নতুন নতুন ধারণা খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এজন্য তিনি পল্লী উন্নয়ন একাডেমিগুলো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল রবিবার পল্লী উন্নয়ন একাডেমিগুলোর সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী মো. তাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নের চেষ্টা করেছেন। গ্রামের ৬১ শতাংশ মানুষের ভাগ্য উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমিগুলো গবেষণার মাধ্যমে নীতিমালা তৈরি ও তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে পল্লী উন্নয়ন একাডেমিগুলোর আরো ভূমিকা রাখার সুযোগ আছে। দক্ষিণ কোরিয়া আমাদের কুমিল্লার বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি) মডেল অনুসরণ করে তাদের গ্রামীণ অর্থনীতি বিকাশ করতে পেরেছে।’

এদিকে গতকাল দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতিবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন যৌক্তিক দাবি পূরণে সরকার সচেষ্ট রয়েছে, তবে যতটুকু বাস্তবায়ন সম্ভব তা বিবেচনায় নেওয়া হবে।’

সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের অর্থায়ন যেন সঠিক কাজে লাগে তা তদারকি করার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রকল্পগুলো যেন মানুষের জীবনে অর্থসামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close