নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মর্টার শেল বিস্ফোরণ, আতঙ্ক

বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি কাঁপছে মিয়ানমারের মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩১ নম্বর সীমান্ত পিলার থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নসহ দৌছড়ি ইউনিয়নের শেষ সীমান্ত টারগুছড়ার ৫৫ নম্বর সীমান্ত পিলার পর্যন্ত ১০ মাস ধরে মিয়ানমার সীমান্ত এলাকায় চলছে রকেট লাঞ্চার, মর্টার শেল, স্থলমাইন বিস্ফোরণ ও গোলাগুলি। এতে অতিষ্ঠ মিয়ানমারসংলগ্ন বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষসহ শিশু ও শিক্ষার্থীরা।

জানা যায়, সীমান্তের ওপারে মিয়ানমারের সীমান্ত এলাকায় সেদেশের সীমান্তরক্ষী বিজিপি এবং বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরকান আর্মির নিজেদের মধ্যে এলাকাগত আধিপত্যজনিত সমস্যা নিয়ে দীর্ঘসময় পর্যন্ত রক্তঝরা সংর্ঘষ চলছে। এতে দুই পক্ষের মাঝে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়। মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও গত কয়েকদিন ধরে তীব্রতা বেড়েছে অনেকগুণ। গতকাল বৃহস্পতিবার এ শব্দ শোনা যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরসহ প্রায় ৫০ কিলোমিটারজুড়ে।

সীমান্তে বসবাসকারী ঘুমধুমের তমব্রু এলাকার সংবাদকর্মী নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ফরিদসহ অনেকে এ প্রতিবেদককে জানান, বতর্মান সময়ে সীমান্তে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে সাধারণ মানুষের মাঝে আতঙ্কের শেষ নেই। বিশেষ করে সীমান্তের কাছাকাছি জমিতে যারা কৃষিকাজ করেন, তাদের মধ্যেই এ আতঙ্ক বেশি। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার সাহল আহমদ নোবেল (এসি) জানান, আমাদের আতঙ্কের কিছু নেই। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও আমরা সীমান্তে সতর্ক অবস্থানে আছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close