প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ মে, ২০২২

আজকের এই দিনে

আজ ২৫ মে। ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল অনেক বিখ্যাত ঘটনা। ওইসব ঘটনা সমাজ জীবনে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। সমাজ ও রাজনীতিতে ফেলেছিল নানামুখী প্রভাব। ওইসব ঘটনা লিপিবদ্ধ রয়েছে ইতিহাসের পাতায় পাতায়। আসুন একনজরে জেনে নিই সেসব ঘটনা সম্পর্কে।

১৩৬০ : ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী গিনি উপসাগর আবিষ্কার করেন।

১৭৬৮ : ক্যাপটেন কুক তার বৈজ্ঞানিক গবেষণার কাজে প্রথম অভিযান শুরু করেন।

১৯১১ : মেক্সিকোতে বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট পোরদিরিও দিয়াজ উৎখাত।

১৯২৩ : আমীর আবদুল্লাহর নেতৃত্বে ট্রান্স জর্দানের স্বাধীনতা ঘোষণা।

১৯৩৬ : নিগ্রো ক্রীড়াবিদ জেসি ওয়েন বার্লিন অলিম্পিকে পাঁচটি বিশ্বরেকর্ড ভঙ্গ করে।

১৯৪৪ : জার্মানি যুগোশ্লাভিয়ার কমিউনিস্ট নেতা জোসেপ ব্রজ টিটোকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েছিল।

১৯৪৫ : হিটলারের নাৎসি বাহিনীর গোয়েন্দা সংস্থা গেস্টোপোর প্রধান হেনরিখ হিমলার আত্মহত্যা করেছিলেন।

১৯৬৩ : ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ঐক্য সংস্থা গঠিত হয়।

১৯৬৯ : সুদানে সেনা অভ্যুত্থানে সরকার উৎখাত।

১৯৭১ : মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close