প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ২১ সেপ্টেম্বর ২০২১। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাস : ১৮৫৭ : দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯৮০ : ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করে ইরাক।

১৯৮১ : যুক্তরাজ্যের কাছ থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ : সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।

জন্ম : ১৮৬৬ : ইংরেজ কথাসাহিত্যিক এইচ জি ওয়েলসে।

১৯১৯ : ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি ফজলুর রহমান মালিক।

১৯৪৭ : মার্কিন লেখক স্টিফেন কিং।

মৃত্যু : ১৮৩২ : স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক ঔপন্যাসিক এবং কবি ওয়াল্টার স্কট।

১৮৬০ : জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার।

১৮৮৭ : অযোধ্যায় শেষ নবাব সংগীতামোদী ওয়াজেদ আলী শাহ।

১৯৩৩ : ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী অ্যানি বেসান্ট। বাংলাপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close