প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ১২ সেপ্টেম্বর ২০২১। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৫৫তম (অধিবর্ষে ২৫৬তম) দিন। বছর শেষ হতে আরো বাকি ১১২ দিন।

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনা :

১২৫০ : খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ।

১৬০৯ : অভিযাত্রী হেনরী হাডসনের নামে নদী।

১৭৮০ : এলিভেটর বা লিফট আবিষ্কৃত হয়।

১৭৮৮ : নিউইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।

১৭৮৯ : মার্কিন সরকার নিউইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।

১৮৪৭ : আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা।

১৮৯৮ : প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।

১৯২২ : লিবিয়ার আজিজিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।

১৯৪০ : বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।

জন্ম :

৭৮৬ : আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন।

১০৮৭ : বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।

১৮৮৬ : নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসন।

১৮৮৭ : রসায়নে নোবেলজয়ী সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকা।

১৯০৪ : সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী।

১৯১৬ : ওয়েলসীয় সাহিত্যিক রুয়াল দাল।

মৃত্যু :

১৯১০ : প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন।

১৯২৯ : ৬৩ দিন কারাগারে অনশনরত বিপ্লবী যতীন দাস।

২০১৩ : অভিনেতা আনোয়ার হোসেন। সূত্র : বাংলাপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close