প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জুন, ২০২১

অক্ষরে ভরা স্থাপত্য

স্থাপত্যের ক্ষেত্রে আজকাল চমকের অভাব নেই। নেদারল্যান্ডসের একদল স্থপতি নিজেদের সৃষ্টিকে অভিনব করে তুলতে শব্দ ও অক্ষরের সুচিন্তিত ব্যবহারের পথ বেছে নিয়েছেন। ভবনের সঙ্গে মানানসই অক্ষর ব্যবহার করছেন তারা। মিউনিখ শহরের একটি স্থাপত্য দেখে বিস্ময় না হওয়াই কঠিন। নেদারল্যান্ডসের বিখ্যাত স্থপতি এমভিআরডিভি ‘ভ্যার্ক-১২’ নামের ভবনটি তৈরি করে সম্প্রতি জার্মান স্থাপত্য পুরস্কার পেয়েছে। সেই ভবনে একেবারে অন্যভাবে ভাষার প্রয়োগ করা হচ্ছে। কোম্পানির অন্যতম স্থপতি ইয়াকব ফান রেইস বলেন, ‘ভ্যার্ক-১২ এমন এক ভবন, নানা ধরনের কোম্পানি ও সংগঠন যেটি ব্যবহার করে। প্রায়ই ভবনের বাইরে প্রতিষ্ঠানের লোগো বড় করে প্রদর্শিত হয়। কিন্তু আমরা সেটা চাইনি। কারণ তখন ভবনের নিজস্ব বৈশিষ্ট্য অনেকটাই চাপা পড়ে যায়। সেখানে বর্তমানে লোগো খুবই ছোট ভূমিকা পালন করতে পারে।’

বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে বেশ কয়েক বছর ধরে সৃজনশীলতার নানা পরিচয় দেখা যাচ্ছে। নতুন ভবনে কোন কোন শব্দ মানানসই হবে, তা জানতে স্থপতিরা স্থানীয় শিল্পীদের দ্বারস্থ হয়েছিলেন। ক্রিস্টিয়ান এঙেলমান ও সতীর্থদের মনে বেশকিছু মজার আইডিয়া এসেছিল। ক্রিস্টিয়ান বলেন, ‘আমরা নির্দিষ্ট কোডের মাধ্যমে ভেতরে আসতে চেয়েছিলাম। যেমন তিনবার দ্রুত এবং তিনবার ধীরে ধীরে এসওএস ব্যবহার করার কথা ভেবেছিলাম। তবে দ্রুত বুঝলাম যে সেটা সম্ভব নয়। কারণ সেটা মূল শব্দের তুলনায় তিন গুণ বড়। বেশিরভাগ কোড মূল শব্দের তুলনায় আরো দীর্ঘ। তারপর এলওএল নিয়ে চিন্তাভাবনা হলো। অবশেষে কমিকের ভাষা ঘেঁটে পছন্দের শব্দ খুঁজে পেলাম। সেই জগতে শুধু কোনো কিছু বলা হয় না, অনুভূতিও প্রকাশ করা হয়। সেটা আমাদের জন্য জরুরি ছিল।’

ভবনের বাইরে অক্ষরের ব্যবহার এই প্রথম নয়। যেমন নেদারল্যান্ডসের এক গ্যাস ভা-ারে রাসায়নিক উপাদানের ফর্মুলা স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে। জার্মানির পূর্বাঞ্চলে কটবুস শহরের একটি লাইব্রেরি ভবনে অক্ষরগুলো জট পাকিয়ে রয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনের অব্যবহৃত এক চ্যাপেলের গায়ে আশীর্বাদের বাণী শোভা পাচ্ছে। ফ্রান্সের মঁপেলিয়ে শহরে এক ডিজাইন সেন্টারে মানুষ খাওয়াদাওয়া, বই পড়া ও স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছেন। বারবারা দেশঁ বার্লিনের অক্ষর মিউজিয়ামের কর্ণধার। অক্ষর নিয়ে খেলা পছন্দ হলেও ভবনের গায়ে অক্ষরের যথেচ্ছ ব্যবহার তার পছন্দ নয়। বারবারা বলেন, ‘আমার মতে, স্থাপত্যের ক্ষেত্রে একটা সমস্যা হলো দীর্ঘমেয়াদি ভিত্তিতে সবকিছু পরিকল্পনা করতে হয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close