মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

নাব্য সংকটে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বাড়ছে। ফলে ওই নৌরুটের উভয় ঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ৮ শতাধিক যানবাহন। যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। দীর্ঘ সারিতে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

পাটুরিয়া শাখার বিআইডব্লিউটিসির সহকারী ঘাট ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল জানান, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। পাটুরিয়া প্রান্তে প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক রয়েছে। যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকারে ফেরি পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি পার হয়ে আসা যাত্রীবাহী বাসচালকরা জানান, ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষার পর ফেরির দেখা মেলে। প্রচ- গরমে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া অংশে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। পদ্মার তীব্র স্রোতে ফেরি ধীর গতিতে চলছে। ফেরির দ্বিগুণ সময় লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকের ৪ কিলোমিটার ও যাত্রীবাহী বাসের ২ কিলোমিটার দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close