reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুলাই, ২০১৭

আবারও দ্রুততম মানব-মানবী মেজবাহ ও শিরিন

আবারও দেশের দ্রুততম মানব-মানবী হলেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। ১০০ মিটার স্প্রিন্টের মুকুট ধরে রেখেছেন বিকেএসপির সাবেক দুই অ্যাথলেট।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার জাতীয় সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের ১০০ মিটারে ১০.৩০ সেকেন্ড সময় নিয়ে শাহ ইমরান ও শরীফুল ইসলামকে পেছনে ফেলে সেরা হন মেজবাহ আর মেয়েদের ১০০ মিটারে ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে সোহাগী আক্তার ও সুস্মিতা ঘোষ পেছনে ফেলে সেরার মুকুট পরেন শিরিন।

এ নিয়ে টানা ৬ষ্ঠবারের মতো ১০০ মিটারে শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন মেজবাহ। জাতীয় অ্যাথলেটিক্সে ৩ বার, সামার অ্যাথলেটিক্সে ২ বার ও বাংলাদেশ গেমসে সেরা হন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলে এই অ্যাথলেট।এদিকে জাতীয় অ্যাথলেটিক্সে ৩ বার ও সামার অ্যাথলেটিক্সে ২ বার মিলিয়ে এ নিয়ে ৫ বার দেশের দ্রুততম মানবী হলেন শিরিন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দ্রুততম মানব-মানবী,অ্যাথলেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist