reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

ফাইল ছবি

আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড। নানা আলোচনা থাকলেও সাকিব আল হাসানকে রাখা হয়েছে দলে। এছাড়া বাদ পড়েছেন খালেদ আহমেদ, দলে ফিরেছেন নাঈম হাসান।

এর আগে আজই ঢাকায় আসেন বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স। বিসিবির ঘোষণার ১৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশে পা রাখেন তিনি। আজ ভোরে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে একই ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ক্যারিবীয় এই কোচ।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে,প্রথম টেস্ট,দল ঘোষণা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close