reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০২৪

সমালোচনার মুখে রোহিত শর্মা

অ্যাডিলেট টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত ১০ উইকেটে হারায় অধিনায়ক রোহিত শর্মার ব্যাপক সামলোচনা করেছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, রোহিতের নির্বুদ্ধিতা এবং অতিরিক্ত রক্ষনাত্মক কৌশলের জন্যই এমন হার ভারতের। টিম ম্যানেজেমেন্টের রোহিতের বিকল্প ভাবার সময় এসেছে বলেও ইঙ্গিত দেন আকাশ।

ভারতের ক্রিকেট খুব স্পর্শকাতর। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরাও ছাড় দেয় না। অ্যাডিলেট টেস্টে হারের পর ভারতীয় কাপ্তান রোহিত শর্মার সমালোচনা শুরু করেছে সবাই।

পিঙ্কবল টেস্টে অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। ১০ উইকেটে জিতে নেওয়া ম্যাচে চোখ রাখলে স্পষ্ট হয়ে উঠবে ভারতের করা ভুলগুলো। যে দায় কোনোভাবেই এড়াতে পারেন না অধিনায়ক রোহিত শর্মা। এই হারের পর বেজায় সমালোচনা শুরু হয়েছে তাকে নিয়ে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close