reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২৪

আজ ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের ভাগ্যটাই এমন। নেই কোনো সুনির্দিষ্ট ছক বা কাঠামো, আয়োজিতও হয় অনিয়মিতভাবে। এবারের আসর পাকিস্তানে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। গাঁ ধরে বসেছে ভারত, কোনোভাবেই খেলতে যাবে না তারা পাকিস্তানের মাটিতে। এই নিয়ে টানাপড়েনে ঝুলে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। আদৌ টুর্নামেন্ট হবে কী না এখন পর্যন্ত কোনও সমাধানে আসেনি আইসিসির থেকে!

এরই মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রোমো প্রকাশ করেছে আইসিসি। সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নামই দেখা যায়। এদিকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফিটি। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি ট্যুর শুরু হয় পাকিস্তান থেকেই।

ট্রফি টুরের অংশ হিসেবেই আজ ঢাকায় আসছে আসরটির ট্রফি। একাধিক দেশ ঘুরে আজ ঢাকায় আসার কথা রয়েছে টুর্নামেন্টটির ট্রফি। বিসিবি জানিয়েছে, দুপুর নাগাদ ঢাকায় আসবে শিরোপা। ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী হবে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close