reporterঅনলাইন ডেস্ক
  ০৪ এপ্রিল, ২০২৪

জার্মান লিগ কাপের ফাইনাল নিশ্চিত করলো লেভারকুসেন

ছবি : সংগৃহীত

জার্মান লিগ কাপের ফাইনালে উঠেছে অদম্য বেয়ার লেভারকুসেন। ৪-০ গোলে তারা হারিয়েছে ডুসেলডর্ফকে। আর ফ্রেঞ্চ কাপের শিরোপার মঞ্চে পিএসজি। এমবাপ্পের একমাত্র গোলে জয় ফরাসি জায়ান্টদের। ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে অল্প সময়ের জন্য হলেও শীর্ষে ফিরেছে আর্সেনাল। ২-০ গোলে জিতেছে লুটন টাউনের বিপক্ষে। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও জয়ের ধারায়। ৪-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।

ইউরোপিয়ান ফুটবলে এ মৌসুমের চমক হারতে ভুলে যাওয়া বেয়ার লেভারকুসেন তার সাফল্যের প্রতিদান পেতে চলেছে। লিগ শিরোপা হাতছানি দিয়ে ডাকছে তাদের। লিগ কাপের ফাইনালেও উঠেছে জার্মান ক্লাবটি। ডুসেলডর্ফকে পাত্তাই দেয়নি জাভি আলোনসোর শিষ্যরা।

জেরেমি ফ্রিমপং, আমিন আদিল বিশ মিনিটে ২-০তে এগিয়ে দেন দলকে। ফ্লোরিয়ান রিটজ দুই অর্ধে আরও দুই গোলে বড় জয় নিশ্চিত করেন। ২৫ মে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালে প্রতিপক্ষ কাইসারস্লটার্ন। ১৯৯৩ সালে শেষবার এই ট্রফি জিতেছিলো লেভারকুসেন। শেষ ফাইনাল খেলেছিলো ২০২০ এ। এ মৌসুমে এখনো না হারা দলটার ট্রেবল জয়ের সম্ভাবনা আছে।

ফ্রান্সে পিএসজির দাপট। তবে লিগ কাপ ফাইনালে উঠতে ততটা দাপুটে নৈপুণ্য দেখাতে পারেনি। রেনেকে হারিয়েছে ভাগ্যের জোড়ে, ত্রাতা কিলিয়ান এমবাপ্পে। একবার বাধা গোলবার, আরেকবার পেনাল্টি মিস। দুইবার বাঁধার দেয়াল রেনে গোলরক্ষক মান্দানা। তারপরও দলকে জয়সূচক গোল এনে দিয়েছেন এমবাপ্পে।

ইংল্যান্ডে অবশ্য লিগ কাপ নয় ব্যস্ততা লিগ নিয়ে। দুর্বল লুটন টাউনকে হারিয়ে আর্সেনাল আবারও শীর্ষে উঠেছে অন্তত কয়েক ঘণ্টার জন্য। জয়-পরাজয় নির্ধারণে দুই দলেরই আছে অবদান। মার্টিন ওডোগার্ডের গোলে এগিয়ে গেলেও আত্মঘাতী গোলে জয়টাকে সহজ করেছেন দাইকি হাশিওকা।

জমজমাট প্রিমিয়ার লিগে টানা চার শিরোপার লড়াইয়ে থাকা ম্যান সিটির জয় বড় ব্যবধানে। বিধ্বস্ত অ্যাস্টন ভিলা। যার একক কৃতিত্ব ফিল ফডেনের, করেছেন হ্যাটট্রিক।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জার্মান লিগ,লেভারকুসেন,ডুসেলডর্ফ,শিরোপার মঞ্চ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close