reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড

বিশাখাপাতনামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। হাঁটুর ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না লেফট আর্ম অর্থডক্স বোলার জ্যাক লিচ। তার জায়গায় অভিষেক হতে পারে ২০ বছর বয়সি নবাগত শোয়েব বশিরের। এদিকে ব্যাটিংয়ে বেশি সুযোগ কাজে লাগাতে চায় ভারত।

ক'দিন আগে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম সাক্ষী হয়েছে নতুন ইতিহাসের। যে মাঠে কখনো হারেনি টিম ইন্ডিয়া, সেখানেই হার্টলির মরণ ছোবলে কুপোকাত হয় রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েও সুবিধা করতে পারেনি তারা। টার্গেটও ছিল মাত্র ২৩১। ২০২ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস।

শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আবারো মাঠে নামবে দুই দল। বাম হাঁটুর ইনজুরিতে ছিটকে পড়েছেন লেফট আর্ম স্লো অর্থডক্স বোলার জ্যাক লিচ। তার জায়গায় অভিষেক হতে পারে ইংল্যান্ডের কাউন্টি টিম সমারসেটের ২০ বছর বয়সি অফ স্পিনার শোয়েব বশিরের। এছাড়া গণমাধ্যমে অধিনায়ক বেন স্টোকস নিশ্চিত করেছেন বিশাখাপাতনামে মার্ক উডের স্থলাভিষিক্ত হচ্ছেন জেমস অ্যান্ডারসন।

যদি তাই হয় তবে ক্যারিয়ারের ১৭৪তম এবং বছরের প্রথম টেস্ট খেলতে নামবে ৪১ বছর বয়সী এই ডান হাতি পেসার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত-ইংল্যান্ড,টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close