ক্রীড়া ডেস্ক

  ০৭ জুন, ২০২৩

বেনজেমাকে পেয়ে আল ইত্তিহাদে উচ্ছ্বাস

ছবি : সংগৃহীত

কয়েকদিন আগেই সৌদি প্রো লিগের টাইটেল জিতেছে আল ইত্তিহাদ। অপেক্ষাটা ছিল প্রায় ১৪ বছরের। সবশেষ টাইটেল জিতেছিল ২০০৮-০৯ মৌসুমে। শিরোপা জয়ের উল্লাসের রেশ থাকতেই যোগ হলো নতুন এক আনন্দ। সাবেক রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড কারিম বেনজেমার যোগ দেওয়াতে উচ্ছ্বাসের জোয়ার বইছে মধ্যপ্রাচ্যের ক্লাবটিতে।

রিয়াল মাদ্রিদ থেকে বেনজেমা আনুষ্ঠানিক বিদায় নেওয়ার পর আল ইত্তিহাদ জানিয়েছে ফরাসি তারকা আসছেন তাদের ডেরায়। চুক্তি সই সেরেছিলেন তার একদিন আগে। নতুন অধ্যায় শুরুর আগে রোমাঞ্চিত বেনজেমাও। ৩৫ বর্ষী তারকার সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে সৌদি ক্লাবটি। যদিও বেতনের অঙ্ক প্রকাশ করা হয়নি।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বছরে ২০ কোটি ইউরো পাবেন বেনজেমা। বেনজেমার সঙ্গে চুক্তির বিষয়টিকে ক্লাবের ইতিহাসের সবচেয়ে প্রভাববিস্তারী বলে মনে করছে আল ইত্তিহাদ। বিবৃতিতে বলেছে, ‘বেনজেমার আগমণ ক্লাবের ইতিহাসে সবচেয়ে প্রভাববিস্তারী চুক্তি। সৌদি প্রো লিগের ইতিহাসের সফলতম মৌসুমের পর এটি একটি মাইলফলক হয়ে থাকবে। বিশ্বের সেরা তারকাদের জন্য শীর্ষ ঠিকানাগুলোর একটি হয়ে উঠতে সৌদি লিগের যে প্রচেষ্টা, সেই অভিযানে একটি বড় পদক্ষেপ এটি।’

বেনজেমাকে দলে টানা ক্লাবের ইতিহাসের বড় অর্জনগুলোর একটি বলে মনে করেছেন আল ইত্তিহাদ প্রেসিডেন্ট আনমার বিন আবদুল্লাহ আল-হাইলাই। বলেছেন, ‘করিম একজন গ্লোবাল ফুটবল আইকন। তিনি তুমুল জনপ্রিয়। তিনি এখনো নিজের সামর্থ্যের চূড়ায় আছেন। আমাদের ক্লাবে এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগে যোগ দিয়েছেন তিনি। এমন একটি দেশে এসেছেন, যেখানে মাঠের ভেতরে ও বাইরে রয়েছে প্রবল উচ্চাকাঙ্ক্ষা।’

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেনজেমা,কারিম বেনজেমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close