ক্রীড়া ডেস্ক

  ৩১ মার্চ, ২০২৩

সাকিবের হাতে আর্জেন্টিনার উপহার

মেসিভক্ত সাকিবের হাতে আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি উপহার তুলে দেন ধারাভাষ্যকার অ্যান্ড্রম্ন লিওনাড। ছবি : প্রতিদিনের সংবাদ

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের উন্মাদনা নজর কেড়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আর্জেন্টাইন সমর্থকরা বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন। এবার আর্জেন্টিনা পুরুষ ও নারী ক্রিকেট দলের অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দলের জন্য জানালেন উষ্ণ ভালোবাসা। আর্জেন্টিনা জাতীয় পুরুষ দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক আলিসন স্টকস বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে পাঠিয়েছেন জার্সি। শুক্রবার (৩১ মার্চ) সেটিই সাকিবের হাতে তুলে দিয়েছেন ধারাভাষ্যকার অ্যান্ড্রম্ন লিওনার্ড।

ক্রিকেট নিয়েই সাকিব আল হাসানের ধ্যান-জ্ঞান। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের ফুটবলের প্রতি রয়েছে অন্যরকম এক ভালোবাসা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে টিএসসিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া কিংবা ফুটবল নিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলন গণমাধ্যমে একাধিকবার এসেছিল। আর এর বড় কারণ মহাতারকা লিওনেল মেসির প্রতি অসামান্য অনুরাগ। মেসির এই পাড় ভক্ত সুযোগ পেলে তাকে নিয়ে চাঁদেও যেতে চান বলে জানিয়েছিলেন। কাতার বিশ্বকাপে মেসিরা তৃতীয় শিরোপা জয়ের পর উদযাপনে বেরিয়ে পড়েন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। গাড়ি চালিয়ে ঘুরে বেড়ান ঢাকার বিভিন্ন রাস্তায়। সাকিবের এমন ফুটবল প্রেমের গল্প পৌঁছে গেছে আর্জেন্টিনার ক্রিকেট দলেও। আর তাইতো সাকিবের জন্য উপহার এসেছে আর্জেন্টিনার জার্সি। অনেক দূরত্ব ঘুচে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেলের উপহার সাকিবের হাতে পৌঁছে গেছে। একই সঙ্গে দেশটির নারী ক্রিকেট দলের অধিনায়কও জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজে শেষ টি-টোয়েন্টিতে টস শেষে ফিরছিলেন অধিনায়ক সাকিব। সেই সময় আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রম্ন লিওনার্ড সাকিবের হাতে আর্জেন্টিনার সেই জার্সি তুলে দেন। পরে জার্সি হস্তান্তরের দুটি ছবি বিসিবির ফেসবুকে পেইজে শেয়ার করা হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের একটি জার্সি গ্রহণ করেছেন। আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টোকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাসহ এটি পাঠিয়েছেন। (তাদের পক্ষ থেকে) ধারাভাষ্যকার অ্যান্ড্রম্ন লিওনার্ড জার্সিটি বাংলাদেশে নিয়ে এসেছেন।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব,আর্জেন্টিনার উপহার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close