reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২৩

টসের পর বৃষ্টি, খেলা শুরু হতে দেরি

আজ সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা। তবে রোদের উত্তাপও ছিল বেশ। কিন্তু খেলা শুরুর সময় ঘনিয়ে আসতেই দমকা হাওয়ার সঙ্গে নামে তুমুল বৃষ্টি।

ঝড়ো বাতাসের কারণে টসের পরপরই কভার দিয়ে ঢেকে ফেলা হয়েছিল উইকেট ও এর চারপাশ। কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি।

টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে নিশ্চিতভাবেই যথাসময়ে ব্যাটিং ইনিংস শুরু করা সম্ভব হবে না।

দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির মতোই তিন পেসার ও তিন স্পিনিং অপশন রেখেই সাজানো হয়েছে একাদশ।

প্রথম ম্যাচে হেরে যাওয়া আয়ারল্যান্ড একটি পরিবর্তন এনেছে একাদশে। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার ও তাওহীদ হৃদয়।

আয়ারল্যান্ড একাদশ : মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
​​​​​​​বাংলাদেশ একাদশ,বাংলাদেশ,আয়ারল্যান্ড,টস,বৃষ্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close