reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

ইতিহাস সৃষ্টি করে কোয়ার্টারে মরোক্কো, স্পেনের স্বপ্নভঙ্গ

ছবি : টুইটার থেকে সংগৃহীত

ইতিহাস গড়লো মরোক্কো। কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তর আফ্রিকার দেশটি। আর এই জয়ে প্রথমবারের মতো শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো আটলাস লায়ন্সরা। তিন-তিনটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। অন্যদিকে স্পেনের সাবলো সারাবিয়া, কার্লোস সোলের ও সার্জিও বুসকেটস মিস করেন।

এর আগে একবারই বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছিল মরক্কো। ১৯৮৬ আসরে শেষ ষোলোয় জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে স্পেন-মরক্কো। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই ১২০ মিনিটে গোল করতে পারেনি। যে কারণে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করে স্পেন। পরের ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র আর নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানের হেরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে স্প্যানিশরা।

অন্যদিকে মরক্কো কঠিন গ্রুপ থেকে নকআউটে কোয়ালিফাই করে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মরক্কো। দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে আর শেষ ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস সৃষ্টি,কোয়ার্টার ফাইনাল,মরোক্কো,স্পেন,কাতার বিশ্বকাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close