reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২২

বিশ্বকাপ নিশ্চিত হলো আফগানদের

ফাইল ছবি।

ভারতের মাটিতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। রবিবার রাতে শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তানের সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যায়। ম্যাচ থেকে অর্ধেক পয়েন্ট পেয়ে সপ্তম দল হিসেবে পরের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে আফগানরা। ১৪ ম্যাচে ১১৫ পয়েন্ট তাদের।

আফগানিস্তানের আগে স্বাগতিক ভারত ছাড়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও পাকিস্তান।

সুপার লিগ থেকে স্বাগতিক ভারতসহ মোট ৮টি দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে। অষ্টম দল হিসেবে বিশ্বকাপে খেলার দৌঁড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার। সূত্র : বাসস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তান,ক্রিকেট দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close