reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০২২

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নতুন কোচ স্টুয়ার্ট ল

ফাইল ছবি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন স্টুয়ার্ট ল। আর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াসিম জাফর।

শুক্রবার (২০ মে) তাদের নিয়োগের খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের জন্য দুই বছরের জন্য কাজ করবেন তারা।

কোচ হিসেবে এবারই যে প্রথম বাংলাদেশে আসছেন সাবেক এই অজি তারকা এমন নয়। সর্বপ্রথম তিনি বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হয়ে এ দেশে আসেন ২০১১ সালে। চলে যান ২০১২ তে আর তার অধীনেই প্রথমবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল টাইগাররা। পরে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৬ তে ছিলেন মেহেদী হাসান মিরাজদের টেকনিক্যাল উপদেষ্টা।

এদিকে ভারতীয় সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফরও এ আগে কাজ করে গেছেন বাংলাদেশে। এক সময় বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ ছিলেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন অজি কোচ স্টুয়ার্ট ল। তখন আফগানিস্তান জাতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট,নতুন কোচ,স্টুয়ার্ট ল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close