reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২২

সাকিবের মুখোমুখি হতে যাচ্ছেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি

বিপিএলের প্রথম দুই ম্যাচে হেরেছে মিনিস্টার ঢাকা। দুই ম্যাচেই কোমর ব্যথার জন্য মাশরাফি বিন মুর্তজাকে পায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা শিবিরে তাকে নিয়ে কেটেছে শঙ্কার মেঘ। বিসিবি একাডেমি মাঠের নেটে বোলিংয়ের পরীক্ষায় পাশ করেছেন এই ডানহাতি পেসার। তাই কিছুটা স্বস্তিতে মিনিস্টার ঢাকা।

রবিবার (২৩ জানুয়ারি) বিসিবি একাডেমি মাঠে পরীক্ষা হয় মাশরাফির।

ফিজিও বলেন, লম্বা রানআপে মাশরাফি বোলিং করেছে। আপাতত তার কোনো সমস্যা দেখছি না। তৃতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা জোরালো। ফিটনেসের দিক থেকে কোনো সমস্যা আমি দেখছি না।

গত ১৮ জানুয়ারি লম্বা রানআপে বোলিং করতে গিয়ে শেষ পর্যন্ত পারেননি মাশরাফি। প্রথমবার বল ছুড়তে পেরেছিলেন। পরের দুইবার পারেননি। ব্যথা থাকায় মাঠেই শুয়ে পড়েন তিনি। এরপরেই জানা যায়, প্রথমদিকে মাশরাফির না-খেলার কথা।

সোমবার (২৪ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাশরাফিকে নিয়েই নামার সম্ভাবনা রয়েছে। দুপুর সাড়ে ১২টায় সাকিব আল হাসানের বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা।

উল্লেখ্য, বিপিএলের প্রথম দুই ম্যাচে ঢাকা হেরেছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপরীতে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,মিনিস্টার ঢাকা,মাশরাফি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close