reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ নামিবিয়ার

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে উঠে এসেছে আফ্রিকার দল নামিবিয়া। প্রথম ম্যাচে মুখোমুখি স্কল্যান্ডের। জয়ের লক্ষ্যে দলটি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে গ্রুপ-২ এর ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নামিবিয়া। ইনজুরির কারণে এই ম্যাচে নেই স্কটিশদের নিয়মিত অধিনায়ক কাইল কোয়েটজার। তার বদলে নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন।

প্রথম পর্বে অপরাজিত থাকা স্কটিশদের মূল পর্বের শুরুটা ভালো হয়নি। আফগানিস্তানের কাছে রীতিমত উড়ে গেছে দলটি। অন্যদিকে নামিবিয়ার সুপার টুয়েলভে এটাই প্রথম ম্যাচ। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে এবারের বিশ্বকাপের মূল পর্বে টিকে আছে শুধু এই দুটি দলই। গ্রুপের তিনটি দল দক্ষিণ এশিয়ার এবং বাকি দল নিউজিল্যান্ড। ফলে নিশ্চিত ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য আজকের ম্যাচটাকেই পাখির চোখ করবে নামিবিয়া ও স্কটল্যান্ড।

প্রথম পর্বে কোনো ম্যাচ না হেরেই মূল পর্বে উঠেছে স্কটিশরা। কিন্তু নামিবিয়াকে অপেক্ষায় থাকতে হয়েছে নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়া পর্যন্ত। তবে শক্তিমত্তায় দুই দলের পার্থক্য কিন্তু খুব বেশি নয়। বিশ্বকাপের আগে চলতি মাসেই দুই দল দুইবার মুখোমুখি হয়েছে। দুই দল একটি করে জয় তুলে নিয়েছে।

নামিবিয়ার একাদশ: জেন গ্রিন (উইকেটরক্ষক), ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ভিসে, মাইকেল ভন লিংগেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জ্যান নিকোল লফটি-ইটন, পিকি ইয়া ফ্রান্স, রুবেন ট্রাম্পেলমান, বার্নার্ড শোল্টজ।

স্কটল্যান্ড: জর্জ মানজি, কলাম ম্যাকলাউড, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), ক্রেইগ ওয়ালেস, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,নামিবিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close