reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০২১

প্রথমবারের মতো ইউরোর শেষ ষোলোতে অস্ট্রিয়া

ছবি : ইন্টারনেট

ইতিহাস গড়তে হলে ইউক্রেনের বিপক্ষে শুধু একটি জয় পেলেই হবে। এমন পরিসংখ্যান নিয়ে সোমবার ইউরোতে গ্রুপ ‘সি’র ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হয় অস্ট্রিয়া। এই ম্যাচটিতে ইউক্রেনকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। ম্যাচের ২১ মিনিটের সময় বামগার্টনার অস্ট্রিয়ার পক্ষে জয় সূচক গোলটি করেন।

এই ম্যাচটির মাধ্যমে দুই দল প্রথমবারের মত বড় কোন প্রতিযোগিতায় মুখোমুখি হয়। এর আগে তারা দুইবার একে অপরের বিপক্ষে খেলেছিল। এর মধ্যে একটি ম্যাচে ইউক্রেন অস্ট্রিয়াকে ৪-০, আবার অস্ট্রিয়া ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়েছিল।

এই গ্রুপ সি থেকে তিনটি ম্যাচ খেলে তিনটি বিষয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। আর অস্ট্রিয়া দুটি ম্যাচে জয় তুলে নিয়ে ছয় পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। ইউক্রেন যেহেতু ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফলে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউরো-২০২০,ইউক্রেন,অস্ট্রিয়া,শেষ ষেলো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close