reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০২১

নেদারল্যান্ডসের দাপুটে জয়

শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। নেদারল্যান্ডস তাও খেলল নিজেদের সেরাটাই। তুলে নিলো দাপট দেখানো এক জয়। নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গেছে শেষ ষোলোয়।

সোমবার রাতে ইউরোর গ্রুপ সি-এর ম্যাচে আমস্টারডমে ইয়োহেন ক্রুইফ অ্যারেনায় মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমার্ধে মেম্পাস ডিপাই ও দ্বিতীয়ার্ধে জর্জিনিও উইজনালডমের জোড়া গোলে তিন গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ম্যাচের ২৪তম মিনিটে নেদারল্যান্ডসকে প্রথমে এগিয়ে দেন সদ্য বার্সেলোনায় যোগ দেয়া ডিপাই। কাউন্টার অ্যাটাকে সতীর্থের কাছ থেকে পাওয়া পাস ফাঁকায় পেয়ে যান তিনি। ১০ গজ দূর থেকে গোল করতে ভুল করেননি ডিপাই।

এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ডাচরা। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন কিছুদিন আগেই পিএসজিতে যোগ দেয়া উইজনালডম। ডিপাইয়ের কাছ থেকে বল পেয়ে গোল করেন তিনি।

এরপর ফের ডিপাইয়ের কাছ থেকে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন উইজনালডম। গোলমুখে অবশ্য শট নিয়েছিলেন ডিপাই, কিন্তু সেটা ফিরে আসলে দারুণ শটে বল জালে জড়ান তিনি। তিন গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেষ ষোলো,নেদারল্যান্ডস,ফুটবল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close