reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০২১

করোনায় মা-বোনকে হারালেন নারী ক্রিকেটার

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বড় কঠিন সময় পার করছে ভারত। প্রতিদিনই খারাপ সংবাদ আসছে দেশটি থেকে। একের পর এক দুঃসংবাদ আসছে ভারতীয় ক্রিকেট অঙ্গন থেকেও। যেমনটা— দিলেন ভারতীয় নারী দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি।

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পরিবারের দুই সদস্যকে হারালেন কৃষ্ণমূর্তি। প্রথমে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কৃষ্ণমূর্তির মা। এবার হারালেন বড় বোনকে।

গত ২৩ এপ্রিল মাকে হারান কৃষ্ণমূর্তি। এরপর গত বুধবার করোনা আক্রান্ত হয়ে মারা গেঝেন কৃষ্ণমূর্তির বড় বোন বাৎসলা শিবকুমার। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ২৪৫ কিলোমিটার দূরের চিকমাগালুর শহরের এক হাসপাতালে মারা গেছেন বাৎসলা। করোনায় বাৎসলার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় আর বাঁচানো যায়নি।

ভারতের নারী দলের হয়ে ৪৮টি ওয়ানডে ও ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কৃষ্ণমূর্তি বেদা। এর মধ্যে ব্যাট হাতে সংগ্রহ করেছেন যথাক্রমে ৮২৯ ও ৮৭৫ রান। এ ছাড়া দুই ফরম্যাট মিলিয়ে ১০টি হাফসেঞ্চুরি করেন কৃষ্ণমূর্তি। ওয়ানডে ক্রিকেটে ৩টি উইকেটও নিয়েছেন ২৮ বছর বয়সী এই নারী ক্রিকেটার।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী ক্রিকেটার,করোনা,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close