reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

সাকিবদের ট্রফি জয়ের হাতছানি

দ্বিতীয় কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের হাতছানি বাংলাদেশ দলের সামনে। বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের মাটিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাটিতে সুযোগ এসেছে সাকিব-মুশফিকদের সামনে। হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই নিয়ে তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি ফরম্যাটের কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমবার ঢাকায় এশিয়া কাপে ও দ্বিতীয়বার শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালে উঠেও ভারতের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন মেটেনি। এবার সাকিবদের প্রতিপক্ষ রশিদ-নবীরা।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) : লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ একাদশ,সাকিব আল হাসান,ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close