reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০১৮

সাকিবদের বোলিং তোপে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭০

বাংলাদেশি বোলারদের বিধ্বংসী বোলিয়ে কুপোকাত জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। নির্র্ধারিত ৫০ ওভার খেলতে নেমে ৪৯ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭০ রান। জয়ের জন্য স্বাগতিকদের করতে হবে ১৭১ রান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করেছে জিম্বাবুয়ে।

সোমবার বেলা ১২টায় রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়েরে। সাকিব আল হাসানের করা ম্যাচের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এরপর দলীয় ৩০ রানে পতন হয় তৃতীয় উইকেটের। দলীয় ৫১ রানে চতুর্থ উইকেট হারানোর পর কিছুটা থিতু হলেও ৮১ রানে আবারও উইকেট খুইয়ে বসে ব্যাকফুটে চলে যায় তারা। এতে জিম্বাবুয়ের বড় সংগ্রহের স্বপ্ন ভেস্তে যায়।

ম্যাচের প্রথম ওভারেই স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন মাশরাফি। প্রতিদান দিতে দেরি করেননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। প্রথম ওভারেই সাজঘরে ফেরত পাঠান জিম্বাবুয়ের দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে।

ওভারের প্রথম বলে এক রান নিয়ে জিম্বাবুয়ের রানের খাতা খোলেন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। প্রান্ত বদল করে স্ট্রাইকে আসেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সলোমন মিরে। তাকে করা সাকিবের প্রথম বলটি ওয়াইড হলেও ক্রিজ থেকে বেরিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন মিরে। তিনি কোনো রানই করতে পারেননি।

মিরে আউট হওয়ার পর ব্যাট করতে নামেন ক্রেইগ আরভিন। তবে সাকিবের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি তিনিও। ওভারের চতুর্থ বলটি লেগ সাইডে মারতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি আরভিন। মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার সাব্বির রহমান অনেকটা আয়েশি ভঙ্গিতে ক্যাচ নিয়ে আরভিনকে সাজঘরের পথ দেখান। মিরের মতো আরভিনও আউট হন রানের খাতা খোলার আগেই।

প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া জিম্বাবুয়ে যখন হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আবার আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। মাসাকাদজাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ২৮ রানের জুটি ভাঙেন ম্যাশ। সাজঘরে ফেরার আগে মাসাকাদজা করেন ১৫ রান।

মাসাকাদজা সাজঘরে ফেরার ফেরার ব্যাট করতে নামে সিকান্দার রাজা। তাকে নিয়ে আবারও ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যান ব্রেন্ডন টেইলর। তবে খুব একটা সফল হতে পারেননি। দলীয় ৫১ রানে তাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান মোস্তাফিজুর রহমান। টেইলর করেন ২৪ রান।

টেইলরের বিদায়ের পর ব্যাট করতে নামেন ম্যালকম ওয়ালার। সিকান্দার রাজার সঙ্গে ৩০ রানের জুটি গড়েন তিনি। দলীয় ৮১ রানে জুটি ভাঙেন স্পিনার সানজামুল। স্লিপে সাব্বির রহমানের হাতে ক্যাচ ফেরার আগে ১৩ রান করেন ওয়ালার।

ওয়ালারের বিদায়ে ব্যাট করতে নামা পিটার মুরকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। নিজে তুলে নেন অর্ধশতক। তবে বেশিদূর আর টানতে পারেননি দলকে। ইনিংসের ৪০তম ওভারে ব্যক্তিগত ৫২ রানে আউটে কাটা তিনি কাটা পড়লে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেটের পতন হয়।

রাজা সাজঘরে ফেরার পর ব্যাট করতে নামেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনিও। ইনিংসের ৪৬তম ওভারে দলীয় ১৬১ রানে সাকিবের বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ২০ রান।

ত্রিদেশীয় এই সিরিজ দিয়েই নতুন বছরে প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের অপর দল শ্রীলংকা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), পিটার মুর, সিকান্দার রাজা, তেন্দাই চাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, ব্লেসিং মুজারাবানি, ম্যালকম ওয়ালার।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব,বোলিং তোপ,জিম্বাবুয়ে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist