reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মার্চ, ২০১৭

গুগলে লাল-সবুজের স্বাধীনতা ও জাতীয় দিবস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লাল-সবুজে সেজেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। জাতীয় পতাকার রঙ লাল-সবুজে ডুডল রাঙিয়ে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে এই টেক জায়ান্ট। সার্চ অপশনটির ওপরে তাদের মূল লগোটিকে পতাকার আদলে সাজানো হয়েছে। ‘ও’ অক্ষরটিকে পতাকার বৃত্তের মতো করে লাল বর্ডার দিয়ে রাঙানো হয়েছে। ভেতরে রয়েছে বাংলাদেশের পতাকা। একজন কিশোরী পতাকা নিয়ে দৌড়ে যাচ্ছে, এমন ছবি শোভা পাচ্ছে ডুডলে। এর ওপর ক্লিক করলে স্বাধীনতা দিবস সম্পর্কিত তথ্যও জানা যাচ্ছে। অবশ্য বছরব্যাপী বিশ্বের বিভিন্ন দিবস উপলক্ষে বিশেষ বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। এর আগে ২০১৩ সালে প্রথমবারের মত স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে বাংলাদেশিদের শুভেচ্ছা জানায় গুগর। এরপর ২০১৫ ও ২০১৬ সালেও বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা দিবস সংক্রান্ত তথ্যও জানানো হয়। তবে শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে গুগলের এই বিশেষ ডুডলটি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাধীনতা,জাতীয় দিবস,লাল-সবুজ,গুগল,গুগল ডুডল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist