reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০২১

সারা দেশে মোবাইলে ইন্টারনেট সেবা চালু

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টা থেকে সারা দেশে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৪টা থেকে এই সেবা ফের চালু হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ধীরে ধীরে কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই সারা দেশের গ্রাহকরা মোবাইল ফোনের ইন্টারনেট আগের মতো ব্যবহার করতে পারবেন।

মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলে গ্রামীণ ফোন গ্রাহকদের একটি এসএমএস দেন। এতে লেখা আছে- ‌প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইন্টারনেট সেবা চালু,মোবাইল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close