reporterঅনলাইন ডেস্ক
  ১০ এপ্রিল, ২০১৮

এবার আগুন নেভাতে ড্রোন!

বিশ্ববাজারে এবার নতুন এক ধরনের ড্রোন আসছে, যা আগুন নেভাতে কাজ করবে।

ড্রোনের ব্যবহারে ছবি তোলা ভিডিও করা বা জিনিস এক জায়গা থেকে অন্যত্র পৌঁছানো এখন অতি পরিচিত বিষয়। কিন্তু এসব কাজের বাইরেও বিভিন্নভাবে ড্রোনকে কাজে লাগানোর নমুনা দেখিয়েছে লাটভিয়ান ফার্ম ‘অ্যারোনস’।

৩৬টি পাখা সম্বলিত এ ড্রোন যেগুলো একশ’ কেজি পর্যন্ত ভার উঠাতে সক্ষম। ড্রোনটিকে বহন করতে একটি ট্রাকের প্রয়োজন হবে। ট্রাকটিতে থাকবে ল্যান্ডিং, টেক অফ প্লাটফর্ম ও ইলেক্ট্রসিটি জেনারেটর। ড্রোনটিতে সংযুক্ত থাকবে ইলেক্ট্রিকাল তার ও পানির হোস পাইপ। ইলেক্ট্রিকাল তারের সাহায্যে যতক্ষণ প্রয়োজন ততক্ষণই আকাশে ভেসে থাকতে পারবে ডিভাইসটি। উইন্ড টারবাইনের পাখা থেকে বরফ ঝরিয়ে ফেলার মতো ভারি কাজও এটি করতে পারবে।

বরফ ঝরাতে ড্রোনটি হোস পাইপের মাধ্যমে মিনিটে ১০০ লিটার অ্যান্টি ফ্রিজ লিকুইডস স্প্রে করতে পারবে। এতে খরচ পড়বে এক হাজার ডলার। সূত্র : গ্রীন ব্রিজ

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ড্রোন,আগুন,আগুন নিয়ন্ত্রণে,অ্যারোনস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist