reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০১৭

‘হকার ও রিক্সা ঢাকার সৌন্দর্য!’

এবার ফুটপাথের হকারদের ঢাকার সৌন্দর্য হিসেবে অভিহিত করলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক হকার সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে হকারদের পক্ষে রাজপথে থাকার ঘোষণা দেয় জাসদ। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ ও হকারদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এদিকে আজ বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের উদ্দেশ্যে জড়ো হতে থাকেন হকার ও জাসদের নেতারা। এসময় রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকায় দেখা দেয় তীব্র যানজট।

সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক ও জাতীয় সম্মিলিত হকার্স জোটের সভাপতি শিরিন আক্তার বলেন, হকার আর রিকশা ঢাকার সৌন্দর্য। হকার উচ্ছেদ করে নগরীর সৌন্দর্য বাড়ানো সম্ভব নয়। এসময় তিনি বলেন, হকারদের জন্য আগামী সংসদ অধিবেশনে জাতীয় নীতিমালা তৈরি করে পুনর্বাসন করতে হবে এবং আইন পাসের আগ পর্যন্ত হকারদের উচ্ছেদ করা যাবে না।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, হকারদেরঅধিকার আদায়ে রাজপথে জাসদ থাকবে। একদিকে সংসদে আইনের জন্য আন্দোলন চলবে। অন্যদিকে রাজপথে অধিকার আদায়ের জন্য সোচ্চার থাকবে জাসদ। এসময় আইন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখার দাবি জানান তিনি।

প্রসঙ্গত গত ১১ জানুয়ারি নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছিলেন, কর্মদিবসের দিনে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফুটপাতে হকাররা বসতে পারবে। এছাড়া ছুটির দিনে সকাল থেকেই ফুটপাতে বসতে পারবে। মেয়রের এমন ঘোষণা অমান্য করে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মতিঝিল এলাকার ফুটপাত দখল করে দোকানদারি করতে গেলে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের চৌকি ভেঙে ফেলে ফুটপাত হকারমুক্ত করেন।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হকার,রিক্সা,ঢাকার সৌন্দর্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist