reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

ঐক্যফ্রন্টের কালোব্যাজ ধারণ কর্মসূচি বিকেলে

(ফাইল ছবি)

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ সংসদ নির্বাচনে ‘কারচুপি’র প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়া গণশুনানি করবে ২৪ ফেব্রুয়ারি।

সংসদ নির্বাচনে ‘ভোটডাকাতি’র প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচি সফল করতে সোমবার ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

গত ৩১ জানুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে উল্লিখিত কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় ঐক্যফ্রন্ট,কালোব্যাজ,কর্মসূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close