reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০১৮

বৃহস্পতিবার ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপে বসতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এই বৈঠকের আহ্বান জানিয়ে আমন্ত্রণপত্র দেওয়া হয়।

সংলাপের আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠি পাওয়ার দুদিন পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ড. কামালের বেইলি রোডের বাসায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়—‘সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনার ২৮ অক্টোবর ২০১৮ তারিখের পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় ঐক্যফ্রন্ট,গণভবন,সংলাপ,আমন্ত্রণপত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close