reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৮

জামায়াতের নিবন্ধন বাতিল, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপণ জারি করেছে নির্বাচন কমিশন(ইসি)। রোববার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ সই করা প্রজ্ঞাপণটি জারি করা হয়।

সোমবার রাত পৌনে ৮টায় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর আওতায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটির নিবন্ধন নম্বর ছিল ১৪। ২০০৯ সালে হাইকোর্টে দায়ের করা ৬৩০ নম্বর রিট পিটিশনের রায়ে আদালত জামায়াতে ইসলামীর অবৈধ ও বাতিল ঘোষণা করায় গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ এইচ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হলো।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামায়াত,নিবন্ধন বাতিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close