reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৮

খালেদা জিয়ার পাশে থাকবে জোট নেতারা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিপক্ষে রায় গেলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা। এছাড়া খালেদা জিয়া ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার বিষয়েও আশ্বাস দেন তারা।

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপি নেত্রীকে এই আশ্বাস দেন তারা। বৈঠকে বেগম জিয়ার মামলার রায় নিয়েই বেশি আলোচনা হয়। এর পাশাপাশি মুফতি ইজহারের ২০ দলে যোগ দেয়ার প্রসঙ্গটিও উঠে আসে।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। মামলাটিতে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ আসামি করা হয়েছে ছয়জনকে।

এই মামলায় বিচারিক আদালতে শুনানি হয়েছে মোট ২৩৬ কার্যদিবস। আবার অভিযোগপত্র গঠন, বিচারের নানা বিষয় এবং দুবার বিচারকের বিরুদ্ধে অনাস্থাসহ দেড়শবারে মতো উচ্চ আদালতে গেছেন বিএনপির নেতারা। ২৫ জানুয়ারি রায়ের দিন ঘোষণার পর থেকে বিএনপি এবং আওয়ামী লীগ নেতারা পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিচ্ছেন।

এই পরিস্থিতিতে গত শনিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। দীর্ঘ বৈঠকে রায় ঘোষণার পর তা রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলারও সিদ্ধান্ত হয়। এছাড়া সরকার আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে সাজা দিতে চায়—এমন আশঙ্কা থেকে এর বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বানও জানিয়েছে বিএনপি।

এই অবস্থায় শরিকদের বিএনপির অবস্থান জানিয়ে তাদের সমর্থন এবং সরকারের প্রলোভন বা চাপের মুখে যেন কেউ নতি স্বীকার না করে, সেই বিষয়টি নিশ্চিত হতে জোট নেতাদের নিয়ে গতকাল বৈঠক করেন খালেদা জিয়া। পাশাপাশি বিএনপিকে যদি কর্মসূচি দিতে হয়, তাহলে শরিকরাও যেন পাশে থাকে, এটাও নিশ্চিত করতে বৈঠক করেন জোটনেত্রী।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০ দলের বৈঠকে খালেদা জিয়ার মামলার রায় নিয়ে জোটের নেতাদের মতামত জানতে চাওয়া হয়। তারাও বিএনপি নেতাদের মতো দাবি করেন, এই মামলায় সরকার খালেদা জিয়াকে সাজা দিতে চায়। যদি রায় বিপক্ষে যায় তাহলে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনে থাকার আশ্বাস দেন তারা। এছাড়া খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে আশ্বাস দেন জোটের নেতারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
২০ দলীয় জোট,খালেদা জিয়া,বিএনপি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist