reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৭

‘বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থান প্রকল্প নেওয়া হচ্ছে’

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থান প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'বন্যার পানি নেমে যাওয়ার পর ইজিপিপি (অতি দরিদ্র্যদের জন্য কর্মসংস্থান) প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।'

পানি নামতে শুরু করায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে জানিয়ে মায়া বলেন, 'বন্যার পানি এখন মধ্যাঞ্চল ও নিম্নাঞ্চলে চাপ দেবে।'

বন্যা শুরুর পর সিলেট, মৌলভীবাজার ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, 'বন্যা প্লাবিত মানুষের জন্য এ যাবৎ ১২ হাজার মেট্রিক টন চাল, ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা, ৫০ হাজার প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় পানি বিশুদ্ধকরণ মোবাইল গাড়ি পাঠিয়েছি। এ ছাড়া ৩ হাজার বান্ডিল ঢেউটিন ও ৯০ লাখ টাকা দিয়েছি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণের জন্য।'

ত্রাণমন্ত্রী আরও বলেন, 'ত্রাণ সামগ্রী বিতরণে যাতে কোন ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসকদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এনজিওদের ঋণের কিস্তি সাময়িকভাবে বন্ধ রাখার জন্যও বলা হয়েছে।'

বন্যার পানি নেমে যাওয়ার পর সরকার কৃষক ও খামারিদের ঘুরে দাঁড়াতে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা দেবে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আরও বলেন, 'ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও নির্মাণ, রাস্তাঘাট ও বেড়িবাঁধ মেরামত, শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত, কৃষকদের কৃষিবীজ ও সার বিতরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের পাশে দাঁড়ানো সরকারের এখন প্রধান কর্তব্য।'

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, 'বন্যায় অসহায় মানুষদের সাহায্য করা নিয়ে বিভিন্ন মহল থেকে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে। বিএনপি নেত্রী ত্রাণ বিতরণ দূরে থাকুক, বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। আর উনার মহাসচিব ঢাকায় বসে বড় বড় কথা বলছেন। তারা জনগণের দুঃখ-কষ্ট নয়, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন।

আমি তাদের উদ্দেশ্যে বলব, ফাঁকা আওয়াজ না দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আপনাদের সামর্থ্য না থাকলে আমাদের কাছ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যান।'

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,বন্যা,ক্ষতিগ্রস্ত্র,কর্মসংস্থান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist