নিজস্ব প্রতিবেদক

  ২২ এপ্রিল, ২০২৪

তাপদাহ মোকাবিলায় বৃক্ষরোপন ও পরিচর্যার নির্দেশ এলজিডির

ছবি : প্রতিদিনের সংবাদ

তীব্র তাপদাহে জনজীবনে স্বস্তি ফেরাতে বৃক্ষ রোপন ও পরিচর্যার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিডি)। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের সবখানে, বিশেষ করে সব সিটি কর্পোরেশন ও পৌরসভাকে এই নির্দেশ দেওয়া হয়।

রোববার (২১ এপ্রিল) এলজিডি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এলজিডি মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার দেওয়া ওই নির্দেশে বলা হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের সর্বত্র, বিশেষ করে নগর এলাকার উপযুক্ত স্থানগুলোতে পর্যাপ্ত বৃক্ষরোপন এবং তা পরিচর্যা বা সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশ কার্যকরের জন্য সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সব পৌরসভার মেয়রকে (অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা) চিঠি বিতরণ করা হয়েছে। জ্ঞাতার্থে নির্দেশের অনুলিপি অফিস কপিসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৯টি বিভাগে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এলজিডি,পরিচর্যা,বৃক্ষরোপন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close