অনলাইন ডেস্ক
২৯ মার্চ, ২০২৪
চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বায়েজিদে জুতার কারখানায় আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ৪০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন