কুমিল্লা প্রতিনিধি

  ২৩ মার্চ, ২০২৪

অবন্তিকার আত্মহত্যা

জবির তদন্ত কমিটি কুমিল্লার বাসায়

ছবি : প্রতিদিনের সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনা তদন্তে তার গ্রামের বাড়ি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার অরনী ভিলায় গেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত দল। শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে অরনী ভিলার দোতলায় যায় পাঁচ সদস্যের তদন্তকারী দল। সেখানে অবন্তিকার মা তাহমিনা শবনমের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা কথা বলেন তারা।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির হোসেনের নেতৃত্বে যাওয়া দল পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অবন্তিকার মা তাহমিনা শবনমের সঙ্গে কথা বলেছি। তার থেকে পুরো বিষয়টার আদ্যোপান্ত জানার চেষ্টা করেছি। আমরা মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলব।’

অবন্তিকার মায়ের করা মামলার আসামির বাইরে আরো কারও ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না- এমন প্রশ্নে ড. জাকির বলেন, ‘তদন্ত চলমান। তাই এ বিষয়ে এখন বিস্তারিত কিছু বলা সম্ভব না।’

অবন্তিকার বাড়ির পর বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সদস্যরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় যান। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেন তারা। পরে অবন্তিকার কবর জেয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওনা হন।

জানতে চাইলে অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, ‘আমার কাছে যা জানতে চেয়েছেন, আমি তদন্ত দলকে সব বলেছি। তারা আমাকে, আমার ছেলেকে সান্ত্বনা দিয়েছেন। আমরা এখন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এর আগে ১৫ মার্চ রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাফ অবন্তিকা ফেসবুকে পোস্ট দেওয়ার পর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ওই ফেসবুক পোস্টে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন তিনি। এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

পরে সহকারী প্রক্টর ও সহপাঠীকে ঢাকায় গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত দ্বীন ইসলামকে এক দিন ও আয়মান সিদ্দিকীকে দুদিনের রিমাÐ মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অবন্তিকার আত্মহত্যা,কুমিল্লা,তদন্ত কমিটি,জবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close