অনলাইন ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০২৪

মন্ত্রিসভায় ডাক পেলেন মো. তাজুল ইসলামসহ ৩৬ জন

মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন মো. তাজুল ইসলামসহ ৩৬ জন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শপথ নিতে যাওয়ার জন্য ফোন দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে দলটি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য।

ইতিমধ্যে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, ডা. দীপু মনি, আনিসুল হক, আ ক ম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, জাহাঙ্গীর কবির নানক, কর্নেল (অব.) ফারুক খান, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্ত্রী,মো. তাজুল ইসলাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close