reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০২৪

‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া

বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বহু শহর বায়ুদূষণের কবলে রয়েছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়নসহ নানা কারণে বাড়ছে বায়ূদূষণ। সেই কবলে সোমবার মেগাসিটি ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

এদিন সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৭১ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।

এ সময় একিউআই স্কোর ২৪৪ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় রয়েছে ভারতের কলকাতা শহর। ২২৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি।

এ ছাড়া ২০৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে চীনের উহান শহর এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৮০।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বায়ূদূষণ,একিউআই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close