নিজস্ব প্রতিবেদক

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি

কর্নেল রশিদের জামাতা ফুয়াদের ৭ বছরের দণ্ড 

কর্নেল রশিদের জামাতা ফুয়াদ জামান। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল রশিদের জামাতা ফুয়াদ জামানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের কারাভোগের আদেশ দেন। ফুয়াদ জামান কর্নেল রশিদের মেয়ে শেহনাজ খানের স্বামী।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে ফুয়াদ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সে সঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরপর গত বছরের ৬ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে। এর আগে ২০১৯ সালের ৪ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত এ রায় ঘোষণা করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি,কর্নেল রশিদের জামাতা ফুয়াদ,সাত বছরের দণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close